জুনিয়রের_প্রেম: রোমাঞ্চকর মজার গল্প (সিনিয়র আপুর সাথে প্রেম)

 রোমান্টিক মজার গল্প

সিনিয়র জুনিয়রের_প্রেম

নীরা ভার্সিটি থেকে বাড়ি বাড়ি ফিরছিল হঠাৎ পথে এক ছোট ভাই ডাক দিলো। তাকে সালাম দিয়ে হাতে একটা কাগজ দিয়ে বলল,

"আপু এখানে কিছু প্রশ্ন আছে একটু সমাধান করে দিবেন প্লিজ, প্লিজ!!

অনেক অনুরোধ করার পর নীরা মানা না করে কাগজটা হাতে নিয়ে বলল, "আচ্ছা কালকে সমাধান করে নিয়ে আসব"।

__________________________ 

"প্রিয় সিনিয়র আপু"

আসসালামু আলাইকুম বড় আপু ভালো আছেন তো? আপনাকে দেখলেই বুঝি আপনি ভালোই থাকেন। কিন্তু আমি! আমি যে ভালো থাকতে পারিনা! আপনাকে দেখলে আমার বুকের মধ্যে কেমন কেমন করে। আপনাকে দেখলেই নিজেকে কেমন হা*র্টের রোগী মনে হয়। আপনার কথা শুনলে মাঘের শীতেও আমার গরম গরম ভাব হয়। আপনি আশে পাশে থাকলে আমার পা চলাচল বন্ধ হয়ে যায়। কিছু খাওয়ার সময় আপনার কথা মনে পড়লে গলায় খাবার আটকে যায়। ঘুমালেও স্বপ্নে আপনাকে দেখি তখন আর ঘুম আসে না। ফোনে কথা বলতে বলতে যদি আপনার সাথে দেখা হয় ভয়ে ফোন কেটে দেই। যদি সন্দেহ করেন এই ভয়ে। টেনশন নেই এখন বেকার তাতে কি একদিন তো চাকরি পাবো তাইনা? আপনাকে যেদিন আমার বাড়িতে নিয়ে আসব নিজের হাতে রান্না করে খাওয়াবো। কোনো অভিযোগ করতে দিবো না। আপনার বাবা মায়ের ছেলে হয়ে থাকব কথা দিচ্ছি। নিজের হাতে বাজার করে দিবো শশুড় শাশুড়িকে। লোকে জামাই আদর করে আমি শশুর শাশুড়ি আদর করবো। আপনি একটু রাগী হলেও শুনেছি আপনার মন নাকি তুলার মতো নরম। 

কথায় বলে""প্রেম যদি খাঁটি হয়, সিনিয়র আপুও রাজি হয়""। আপু বিশ্বাস করেন আমার প্রেম বুড়িগঙ্গা নদীর মতো ঝকমকা। আপনি আমার প্রেমটা গ্রহণ করে আপনার ছোট বোনের সাথে আমার লাইনটা ক্লিয়ার করে দেন। আমি তারে অনেক ভালোবাসি তারে ছাড়া বাঁচমু না। আপনার ছোট বোন আমাকে বলেছে তারে পাইতে গেলে তার বড় বোনকে পটাতে হবে। আপু এই মাসুম বাচ্চাটার কথা ভেবে আমাদের মেনে নিয়েন। আমাদের কথা না ভেবে হোক আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কথা ভেবে মেনে নিয়েন প্লিজ। 

ইতি,,,,

আপনার বোনের জামাই হতে চাওয়া জুনিয়র এবং আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ খালুজান।

বাসায় ফিরে যখন খাতা হাতে নিয়ে প্রশ্ন সমাধান করার জন্য খুলল তখনই এই চিঠিটা পেলো। পাশে তাকিয়ে দেখলো, ছোট বোন ইরা বাচ্চা বাচ্চা ফেইস নিয়ে তার দিকে তাকিয়ে আছে যেনো সে কিছুই জানে না।

চিঠির সব কিছু তার কাছে ক্লিয়ার হলো। মনে মনে বলল,

 "আমার বোনের সাথে প্রেম করলে আমাকে দেখে হা*র্টের রোগী হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু দুজন মিলে তাদের গল্পে আমাকে ভি*লেন বানানোটা অ*স্বাভাবিক।"

এখন আমার কি করা উচিত?

সিদ্ধান্ত নিলাম কালকে জুনিয়রের সাথে দেখা হলে বলব,, 

"ভাই রে ভাই আমি তোর চিঠি পড়ে পটে পটল হয়ে গেছি।" 

★সমাপ্ত★ 

#রম্যগল্পঃজুনিয়রের_প্রেম 

#লেখনীতেঃমিসকা_মুম

এমন রোমাঞ্চকর মজার গল্প পড়ুন। 

Previous Post Next Post