বিখ্যাত উক্তি বাংলা & কাজী_নজরুল_ইসলাম

 বিখ্যাত উক্তি

বিখ্যাত উক্তি

কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি

আগুন যেমন ধাতুকে খাঁটি করে, দুঃখ তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে দেয়"

-কাজী_নজরুল_ইসলাম

life বিখ্যাত উক্তি

একটি আলোর কণা পেলে

লক্ষ প্রদীপ জ্বলে, 

একটি মানুষ 

মানুষ হলে বিশ্বজগৎ টলে,

-কাজী_নজরুল_ইসলাম ৷

কাজী নজরুল ইসলাম বিখ্যাত উক্তি

আবার গাঙে আসবে জোয়ার,

দুলবে তরী রঙ্গে

সেই তরীতে হয়তাে কেহ থাকবে তােমার সঙ্গে

দুলবে তরী রঙ্গে,

-কাজী নজরুল ইসলাম

বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি

আপনার ঘরে আছে যে শত্রু 

         তারে আগে করো জয়, 

ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো 

            যাহা আগুলিয়া রয়।

     -কাজী নজরুল ইসলাম

সমুদ্র নিয়ে বিখ্যাত উক্তি

যেথায় মিথ্যা ভন্ডামি ভাই

করবো সেথায় বিদ্রোহ ৷

ধামা—ধরা ! জামা ধরা !

মরন-ভীতু ৷ চুপ রহো ৷

-কাজী নজরুল ইসলাম ৷

বিখ্যাত উক্তি ইংরেজিতে

‘বিশ্বাস করুন,

আমি কবি হতে আসিনি,

আমি নেতা হতে আসিনি

আমি প্রেম দিতে এসেছিলাম,

প্রেম পেতে এসেছিলাম।’ 

-কাজী_নজরুল_ইসলাম

বিশ্ব বিখ্যাত উক্তি

তােমরা ভয় দেখিয়ে করছ শাসন

জয় দেখিয়ে নয়

সেই ভয়ের টুটি ধরবো চেপে

করবাে তারই লয়।

শেষের কবিতার বিখ্যাত উক্তি

আমি হব

– কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি

সবার আগে কুসম-বাগে

উঠব আমি ডাকি!

সূয্যি মামা জাগার আগে

উঠব আমি জেগে,

হয়নি সকাল, ঘুমো এখন,

মা বলবেন রেগে৷

বলব আমি _ আলসে মেয়ে

ঘুমিয়ে তুমি থাক,

হয়নি সকাল তাই বলে কি

সকাল হবে না ক?

আমরা যদি না জাগি মা

কেমনে সকাল হবে?

তোমার ছেলে উঠলে গো মা

রাত পোহাবে তবে৷

শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত উক্তি

ওগো বৈশাখী ঝড়

ওগো বৈশাখী ঝড় লয়ে যাও লয়ে যাও

অবেলায় ঝরা এ মুকুল

লয়ে যাও আমার জীবন

এই পায়ে দলা ফুল।।

ওগো নদীজল লহ আমারে, বিরহের সেই মহাপাথারে

চাঁদের পানে চাহি যে পারাবার

অনন্তকাল কাঁদে বেদনা ব্যাকুল।।

ওরে মেঘ মোরে সেই দেশে রেখে আয়

যে দেশে যায় না শ্যাম মথুরায়

ভরেনা বিষাদ বিষে এ জীবন

যে দেশে ক্ষণিকের ভুল।।

বিশ্ব বিখ্যাত উক্তি পড়ুন...