পুরুষের_ভালোবাসা | খুব কষ্টের গল্প ছোট, বাস্তব স্টোরি

 "ছেলেটা কালো বলে তাকে ডিভোর্স দিলাম। 

ডিভোর্স দেয়ার সময় ছেলেটি এতোটাই কান্না করছিলো যা বলে বুঝাতে পারবোনা আমি।

পুরুষের_ভালোবাসা

'আমার দুটি পা পযর্ন্ত ধরছিলো। 

কিন্তু আমি তাকে মুখে উপরে বলে দিয়েছিলাম। তুমি

যেমন দেখতে ঠিক তেমন একটি মেয়ে বিয়ে করিও।

আমাকে ভূলে যাও।


'উত্তরে সে বলছিলো "আমি দরকার হলে তোমার জন‍্যে 

নিজেকে পরিবর্তন করবো।

তুবুও আমাকে ছেরে যেওনা প্লিজজজ।


'তার এমন কর্ম-কান্ড দেখে একটি লাত্থি মেরে চলে

আসছিলাম আমি 


'এর ঠিক বেশ কয়েক মাস পরে সুন্দর একটি ছেলে

দেখে বিয়ে বসলাম।


'বিয়ের ১/২ মাস বেশ সুন্দর ছিলো জীবনটা। 

তখনি তিনমাসের মাথায় পরলো।

তখন কিছু সত্যি সামনে চলে আসলো আমার।


'সত‍্যিটা হলো আমার বর্তমান সুন্দর স্বামী পরকীয়ায়

আসক্ত। একটি মুহূর্ত অন‍্য নারীদের সঙ্গে কথা না 

বলে থাকতে পাড়েনা।


'এই সম্পর্কে আমি বললেই 

লাঠি দিয়ে মার পিঠ করতো। ডিভোর্সের ভয় 

দেখাইতো। তাই লাজ লজ্জায় কিছু বলতে পারতাম না


'৬ মাস সজ‍্য করার পরে ভাবলাম। সেই কালো ছেলেটি 

আমাকে কতোই না ভালোবাসতো। আমি না খাইলে 

সে খাইতোনা। আমি না ঘুমাইলে সে ঘুমাইতোনা।

আমার সব কথা শুনতো।

আমার পোষাক পযর্ন্ত ধুয়ে দিতো।


'এর পরে যখন নতুন স্বামীর এমন আচারন সজ‍্য 

করতে পারলামনা তখন নিজে থেকেই আবার 

তাকে ডিভোর্স দিলাম।

এবং সেই কালো ছেলেটিকে ফোন দিয়ে সব কথা 

জানালাম। 


'আমার সব কথা শোনার পরে সে বললো। 

তুমি ফিরে আসো আমি আবার তোমাকে গ্রহন করবো।

আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি।

তোমাকে ছারা আমার একটি দিন একেকটি বছরের 

মতোন।


'তার এমন কথায় জিঙ্গেস করলাম।


'এতোটা ভালোবাসো আমাকে। আমি তো একটি খারাপ মেয়ে। তোমাকে কতোইনা কষ্ট দিয়েছি।

অপোমান করেছি।


'এটা সবার জীবনেই হয়। আমার জীবনেও হয়েছে। 

তুমি যে এখন বুঝতে পারছো এটাই অনেক।

মৃত্যুর পরের জন্মেও আমি শুধুমাত্র তোমাকে চাই 

মিমতা। 


'সেই কালো ছেলেটির এমন বাকরুদ্ধ কথা শুনে 

মেয়েটির চোখে অজান্তেই পানি চলে আসে।


'আসলেই পুরুষের ভালোবাসা বুঝার ক্ষমতা

সব নারীর থাকেনা। 

আর যারা এই ভালোবাসটি বুঝে সে কখনো সেই 

পুরুষকে কষ্ট দেয়না। 


অনুগল্প: #পুরুষের_ভালোবাসা


কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

কপি পোস্ট 🙏🙏


'স্বামীর পু'রু'ষা'ঙ্গ কেটে ফেলার দায়ে পুলিশ যখন তার স্ত্রী কে জিঙ্গেস করলো "এমন যর্ঘন‍্য কাজ 

কেনো করলে তুমি।


'স্বামী সে হচ্ছে স্ত্রীর রক্ষক' একটি স্বামীর কাজ হলো

তার স্ত্রী কে ভালোবাসবে তাই নয় কী?


'হ‍্যাঁ অবশ্যই।


'কিন্তু আমার স্বামী ছিলো তার ব‍্যতিক্রম একটি লোক।

যে কিনা রাত্রে নেশা করে বাসায় ফিরে 

আমাকে মার ধর করে? আমি কি খাচ্ছি না খাচ্ছি তার

কোন খোজ খবর নেয়না। 

আমি এতো সুন্দর একটি স্ত্রী থাকতে সে পরকীয়া করে।

কেনো আমি কি তাকে শারীরিক তৃপ্তি দিতে পারিনা।

এর পরে সে মাতাল অবস্থায় বন্ধুদের বাসায় 

নিয়ে এসে আমাকে তাদের মাঝে 

বিলিয়ে দেয়। 

এইটা কি একটি স্বামীর কাজ হতে পারে।

আপনি বলুন।


'নাহ। তাই বলে!


'আমার মাথায় যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই 

করেছি। এখন আমার যা সাস্তি হবে 

আমি মাথা পেতে নিতে চাই।


'হয়তো তোমার স্বামীর মাথায় সমস্যা ছিলো তাই এমন

করেছে কিন্তু তুমি একজন বুজদার মেয়ে হয়ে এই 

কাজটি করা ঠিক হয়নি।


'আমার কোন অনুতপ্ত নেই। 

আপনার দায়িত্ব আপনি পালন করুন।


'মহিলাটির কথা পুলিশ শুধুমাত্র 

বাকরুদ্ধ হয়ে শুধুমাত্র শুনেই যাচ্ছিলো।


'আসলেই মহিলাটি কি ঠিক কাজ করেছে। 

আপনারা মন্তব্য করুন।


'এটি একটি সত্যি কাহিনী?

মি_হাসিব