সিঙ্গেল দের কষ্ট ও জীবন, সুখ দুঃখের মাঝে কেন?

Tag: সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস

সিঙ্গেল

১.

“আমি সিঙ্গেল না ভাই, আমি ইমোশনাল দেউলিয়া!”

প্রেমে পড়তে গিয়েছিলাম...

তিনটা দোকান ঘুরে একটা গোলাপ কিনে,

মেয়ে বলল, “ভাইয়া, আমি তো কাউকে ভালোবাসি!”

তারপর থেকে আমি শুধু ভালোবাসা দেখি TikTok এ…

আর নিজের জীবন দেখি Google Maps-এ, “You are here… সিঙ্গেল!”

২.

“সিঙ্গেলদের জীবনে Valentine’s Day মানে— অকারণে ফিল্টার চেক করা!”

সারাদিন বন্ধুদের প্রেমিক প্রেমিকার ছবি দেখে মাথা ঘুরে গেল!

আমি আয়নাতে নিজেরে দেখি, বলি—

“তুই ঠিক আছিস ভাই! তোর কেউ নাই, তাই কেউ তোকে ফাঁকেও দিবে না!”

৩.

“সিঙ্গেল থাকা মানেই character খারাপ না, character বাঁচানো!”

বিয়ে করলে শুনতে হতো –

“শোনো তো রান্নাঘর থেকে আওয়াজ আসছে!”

আর এখন সিঙ্গেল, তাই সব আওয়াজেই শোনি –

"চলে আয় ভাই, PUBG খেলি!

🏷️ Tag: caption সিঙ্গেল ছেলেদের স্ট্যাটাস

৪.

Caption: "Still single, still smiling 😎"

মেয়েরা ভাবে সিঙ্গেল ছেলেরা খারাপ!

আসলে তারা জানেই না…

এই ছেলেরাই প্রেম না পেয়ে

সবচেয়ে বেশি "ভালো মানুষ" হয়ে উঠে,

কারণ তারা রাগের বদলে লেখে—

"আল্লাহ যাকে আমার জন্য রেখেছে, সে একদিন আসবেই!"

৫.

Caption: "No girlfriend, no headache, only headsets!" 🎧

যারা প্রেম করে, তারা কয়—

“ওই জান, কই গেলা?”

আর আমি ফোনটা হাতে নিই, বলি—

“ওই Jazz FM, একটা ধুন শোনাও তো!”

🏷️ Tag: মজার সিঙ্গেল ছেলেদের স্ট্যাটাস

৬.

“বউয়ের গালি শুনিনি, বলেই এখনো কানে ১০০% হেডফোন বাজে!”

প্রেম করলে কী পেতাম জানো?

➤ প্রতি মাসে একবার রাগ

➤ প্রতি সপ্তাহে ব্লক

➤ আর প্রতিদিন রিচার্জ!

সিঙ্গেল থাকায় এখন শুধু একটাই জ্বালা —

"সন্ধ্যার পর মা কয়, বিয়ে করবি কবে?"

৭.

“আমার প্রেম হয়নি কারণ আমার ভিতর প্রেমের সফটওয়্যার ইনস্টলড না!”

বন্ধুরা প্রেম করে লাট সাহেব,

আর আমি?

👉 রাত ১২টায় হু হু করে হাসি—

ফেসবুকে স breakup meme দেখে!

🏷️ Tag: সিঙ্গেল ছেলেদের ফানি caption

৮.

Caption: "ভালোবাসা ফুরালেও, আমার memes ফুরায় না!"

তুমি প্রেম করো, ছবি দাও, চুমু দাও, স্ট্যাটাস দাও…

আমি?

আমি পোস্ট দিই—

“আজও কেউ বলল না, ‘তুমি খেয়েছো?’ 😢”

তারপর এক কাপ চা খেয়ে বলি,

“হ্যাঁ ভাই, খেয়েছি, নিজের টাকায়!”

৯.

Caption: "Single boys are like WiFi – Available, but nobody connects!"

আমি একা থাকি না,

আমার সাথে আমার আবেগ থাকে,

আর মাঝে মাঝে সেই আবেগে বলি—

“ভাই, আর কতোদিন…?”

তারপরই সান্ত্বনা পাই—

“তুই তো সিঙ্গেল সিস্টেমের শাহেনশাহ!”

১০.

Caption: “Single জীবন মানেই—Netflix, Noodles আর Nobody!”

রাত ৩টায় ফেসবুক খুলে দেখি,

সবার প্রেমিক প্রেমিকা ঘুমায় না, তারা 'ভালোবাসে'!

আর আমি?

চুপচাপ বাসার ছাদে উঠে আকাশ দেখি আর বলি—

“ওগো তারা, আমিও একা!”