না বুঝা ভালোবাসা: খুব কষ্টের অনুগল্প ছোট: না পাওয়া ভালোবাসা

 না পাওয়া ভালোবাসা

না পাওয়া ভালবাসা

বান্ধবীর ভাইকে মনে মনে ভালোবাসতাম।দু'বার প্রেমপত্র ও পাঠিয়েছি বান্ধবীর দারায়।উনি জবাব দিতেন না।


ভেতরে ভেতরে তীব্র বেদনা সহ্য করেছি।প্রতিটা রাত ওনার কথা ভেবে কেঁদেছি।যেদিন দূর থেকে ওনাকে দেখতে পেতাম না সেই রাতে জ্বলে পুড়ে ম"রেছি।


আমার কিশোরী মনের দুঃখ তিনি কখনোই বুঝতে চাননি।আমিও আর বোঝাইনি।ভালোবাসলে তখন বেহায়া হওয়া যায়, কিন্তু ভালোবাসা যে স্বীকার করেনা তার কাছে নিজেকে আর ছোট করার কোনো মানে হয় না।


নিজেকে গুটিয়ে নিলাম।কে'টে গেলো কয়েকটা বছর।আমার বিয়ে হলো।ওনার বিষয়ে কোনো খোঁজ রাখার চেষ্টাও করলাম না।


কিছুদিন পর বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত হলাম।কিশোরী বয়সের প্রথম ভালোবাসা আমার সামনে দাঁড়িয়ে।একসময় উনি আমার দিকে এগিয়ে এসে বললেন


" তোমায় কিছু বলার ছিলো!একটু আলাদা ভাবে কথা বলবে? "


আমার সোজাসাপটা জবাব " থাক না!এখন কি হবে শুনে?যখন শুনতে চেয়েছি তখন তো বলেননি।যা কষ্ট দেওয়ার ছোট বয়সেই দিয়েছেন।এখন পুরনো ব্যথায় প্রাণপ্রতিষ্ঠা না করাই শ্রেয় "


ওনার চোখেমুখে লেপ্টে থাকা বেদনার ছাপ স্পষ্ট দেখতে পেলাম।বাড়ি ফিরে লুকিয়ে অনেক কাঁদছি।খুব ইচ্ছে করছে শুনতে উনি কি বলতে এসছিলো।


যদি বলতেন " ভালোবাসি! " তাহলে কি নিজেকে আঁটকে রাখতে পারতাম?এই ভয়েই কি শুনতে চাইনি?মনের কোনো গোপন যায়গায় কি উনি এখনো অধিষ্ঠিত?


দীর্ঘদিন রাতে আর ঘুম হলো না।মনে মনে ভাবি,উনি কি সত্যিই আমায় ভালোবাসি বলতে এসছিলো? 


এখন আফসোস হয়।অভিমান ভুলে একটিবার ওনার কথাটা শুনলে হয়তো আমার তৃষ্ণার্ত মনটা ভিজে যেতো।তাতে এই সৃষ্টিজগতের কি খুব বেশি ক্ষতি হতো?


গল্প: প্রথম_ও_শেষ

লেখক: জয়ন্ত_কুমার_জয়