একটি স্বামী ও স্ত্রীর রহস্যময় গল্প: | রহস্যের রাত

 রহস্যময় রাত

রহস্যময় গল্প

বরের সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যাওয়ার পর থেকে ভূতুড়ে সব কান্ড শুরু হয়েছে-! কি অদ্ভুত ব্যাপার আগে কখনো আমার সাথে এমন কিছু হয় নি-! কিছু দিন আগে আমাদের বিয়ে হয়েছে - একটু পারিবারিক সমস্যার জন্য রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম -!

সমস্যা সমাধান হওয়ার পর শুশুড় বাড়ি থেকে আমার বর আর আমার শাশুড়ী আমাকে নিতে এসেছে-!

কোন এক কারনে আমার বাবা আমার শাশুড়ী কে  আমাদের বাড়িতেই রেখে দিলো-!

রাত ১০ টা বাজে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম আমার শুশুড় বাড়িতে যাওয়ার জন্য -! 

ঘন জঙ্গলের পথ - অনেক দূর হেঁটে যেতে হবে- পথে গাড়ি নেই-! গ্রামের আঁকাবাকা রাস্তা -! 

আমি আমার বর হেটে যাচ্ছি-!

বাড়ি যেতে যেতে রাত ১২ টার বেশি বাজার কথা নাহ-!

বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ কি,মি হেঁটে চলে এসেছি-! হঠাৎ একটা বিকট শব্দ করে গাছের গাল ভেঙ্গে আমার পা এর উপর এসে পড়লো-!আমি চিৎকার করে উঠলাম -! 

চিৎকার করেও কোন লাভ হলো নাহ- রাস্তার আসে পাশে কোন বাড়ি ঘর নেই চার দিক টা নিরিবিলি -!

আমি হাঁটতে পারতেছিলাম না - আমার বর কে ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম --!

আমি বলতে লাগলাম --!

আজকে বাড়িতে না গেলেও হতো কালকে সকালে যেতে পারতাম --!

বর : আর একটু হাঁটো আমরা চলে আসছি প্রায়--!

অনেক সময় খুরে খুরে হাঁটতে লাগলাম কিন্তুু এখনো বাড়ির আসার নাম নেই-! হাতের ফোন টা চালু করে দেখি ব্যাটারি নেই-! কয় টা বাজে তাও দেখতে পারছি নাহ-! এমন সময় একটা অদ্ভুত জিনিস দেখে আমি আর আমার বর অবাক হয়ে তাকিয়ে রইলাম --! ঘন জঙ্গলের রাস্তা অন্ধকার চারদিকে এমন অবস্থায় একটা ছোট্ট বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছে -!

আমার বর আমাকে ঔ দিকে খেয়াল না দিয়ে সামনে এগিয়ে যেতে বললো-! 

আমি আর পাওা দিলাম না - কিছু দূর যেতেই আবার অদ্ভুত ঘটনা --- কিছু মানুষ একটা লাশের খাট কাঁধে নিয়ে কোথায় যেন যাচ্ছে --! 

আমাদের দেখে সেই লাশ বাহী লোক গুলো থেমে গেলো-! আমরা ধীরে ধীরে হেঁটে তাদের কাছে যেতে লাগলাম --! কাছে যেতেই দেখতে পেলাম সবাই সাদা কাপড় পড়া - একটা লাশ নিয়ে যাচ্ছে -! আমার বর কে দেখে একজন বলে উঠলো-- 

ভাই ভাই-! চলেন না লাশ টা কে কবর দিয়ে আসি-- আমার বর ভয়ে কিছু বললো না আমাকে ইশারা করে বললো তাদের সাথে চলো-! 

আমিও ভয়ে কিছু না বলে তাদের পিছু পিছু চলতে লাগলাম -! 

হঠাৎ কিছু দূর যেতেই লাশের খাট থেকে লাশ টা উধাও হয়ে গেলো-! শুধু খাট নিয়ে সবাই সামনের দিকে যেতে লাগলো--!

এক মাএ আমি আর আমার বর এটা দেখতে পারছি আর কেউ কিছু দেখছে নাহ-! লাশের খাট নামিয়ে যখন তারা দেখতে পেলো লাশ নেই তখন তারা আমাদের কে সন্দেহ করে মারা জন্য আমাদের হাত পা বেঁধে নিলো-! 

কিছু সময় পর ঔ লাশের খাট টা অদৃশ্য হয়ে গেলো-! হঠাৎ একটা অদ্ভুত মানুষ আমাদের সামনে উপস্থিত হলো-! লোক টা দেখতে ভীষন লম্বা কালো জামা পড়া - চেহারা টা ডাকা ছিলো কোন ভাবেই দেখা যাচ্ছে নাহ-! 

তারা সবাই একসাথে হয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো-! এমন সময় একটা বৃদ্ধ লোক এসে চিৎকার দিয়ে উঠলো সাথে সাথে সেই সাদা কাপড় পরা মানুষ গুলো অদৃশ্য হয়ে গেলো-!

পরে আমরা সাধারন ভাবে কথা বলি সাধারন আচরনে ফিরে আসি+!

পরে বৃদ্ধ লোকের থেকে জানতে পারি আমরা ভুল করে পুরনো একটা শ্মশান ঘাটের সামনে দিয়ে যেতে লাগছিলাম -! আর একটা লাশের কবরের উপর দিয়ে হেঁটে গিয়েছি যার কারনে এরা আমাদের পিছনে লেগেছিলো ! 

আর বৃদ্ধ লোকটি রাত জেগে এই গ্রামে পাহারা দেয়! যার কারনে সেই রাতে সে আমাদের পিছনে আসতে ছিলো-! 

তার জন্য আমরা বেঁচে গেছিলাম -! 

সাদা কাপড় পড়া মানুষ গুলো কে হতে পারে তা আজ ও অজানা -! পরবর্তীতে কালো জামা পড়া মানুষ টাই বা কে?! 

কেউ কিছু বুঝতে পারলে কমেন্ট এ জানাবেন-!

ঘটনা টা শোনা সত্যি -! 

আকাশ আহমেদ -!

#অনু_গল্প 

#লাশের_খাট

রহস্যের গল্প

Previous Post Next Post