অবহেলা ও স্বার্থপর গল্প | আপন মানুষ স্বার্থপর

 স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস

তামান্না একসময় নিজের সবটা দিয়ে রাজীবকে ভালোবেসেছিল। সব আবদার পূরণ করেছে, নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে। কিন্তু রাজীবের স্বার্থ যখন পূর্ণ হলো, সে হারিয়ে গেল। তামান্না বোঝে তখন – মানুষটা ভালোবাসতো না, প্রয়োজন মিটাতো।

আপন মানুষ স্বার্থপর

---

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে রাহাত পাশে চেয়েছিল তার বন্ধু ফাহিমকে। সুখে-দুখে একসাথে ছিলো তারা। কিন্তু যখন রাহাত বিপদে পড়লো, একমাত্র ফাহিম-ই নিজেকে দূরে সরিয়ে নিলো। রাহাত সেইদিন শিখলো, আসল বন্ধু বিপদের সময় বোঝা যায়, কথায় নয় কাজে।

---

স্বার্থপর নিয়ে উক্তি

নাজমুল ভাবতো, সবাইকে সাহায্য করলে সবাই তার পাশে থাকবে। সে যখন সবার খোঁজ রাখতো, সাহায্য করতো, সবাই হাসিমুখে তার পাশে থাকতো। কিন্তু একদিন সে নিজেই এক বিপদে পড়লো। তখন একে একে সবাই ব্যস্ত হয়ে গেলো, ফোন রিসিভও করলো না কেউ। তখন সে বুঝলো, সে ছিলো সবার প্রয়োজন, সম্পর্ক নয়।

---

স্বার্থপর মানুষ

সারাজীবন নিজের পরিবারকে ভালো রাখতে গিয়ে শারমিন নিজের ইচ্ছা-স্বপ্ন বিসর্জন দিয়েছে। কিন্তু আজ সেই পরিবার-ই বলে, “তুই তো কিছুই করিস না!” শারমিন ভাবলো, যাদের জন্য সব ছাড়লাম, তারাই আজ বলছে আমি কিছু করিনি!

---

আপন মানুষ স্বার্থপর

মায়ের জন্য নীলা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে গ্রামে থেকেই সংসার করলো। ভাইটা শহরে পড়তে গেলো, বোনের পাঠানো টাকায় বড় হলো। বছর কয়েক পর সেই ভাই-ই শহরে সেটেলড হয়ে বললো, "তুই গ্রামেই থাক, শহরের পরিবেশ তোর জন্য না।” আপন রক্তও যখন স্বার্থের কথা বলে, তখন শব্দগুলো বিষের মতো লাগে।

---

স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য

স্বার্থপর মানুষের প্রথম চিহ্ন – তারা সবসময় নিজেরটা আগে ভাবে। তারা তোমার ভালো সময়ের অংশ হতে চায়, কিন্তু খারাপ সময়ে পাশে থাকে না। তারা তোমার হাসি চাইবে, কিন্তু দুঃখকে উপহাস করবে। তারা তোমাকে মনে রাখবে, যখন তাদের প্রয়োজন হবে।

Previous Post Next Post