পৃথিবীতে কেউ কারো নয় উক্তি & কেউ কারো নয়

স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়

স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়

নিজেকে দুই দিন আরাল

করে দেখেছি 

কেউ নেয় না কারো খোজ!

ভবে কেউ কারো নয়

আসলে সত্য এই পৃথিবীতে কেউ কারো নয়। কিছু মানুষ পাশে থাকে মায়ায় আর রক্তের বন্দের কারণে।আর বাকি সব অভিনয়।

কেউ কারো নয়

সবাই তোমাকে কষ্ট দিবে, 

তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে...

পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয়

পৃথিবীতে স্বার্থের জন্য আপন

তাছাড়া কেউ কারো নয়

পুরোটাই অভিনয়।

স্বার্থ ছাড়া কেউ কারো নয়

যাকে আপন ভাবছেন

দুই দিন নিজেকে আড়ালে

রেখে দেখুন তারা কতটা আপন

কেউ কারো নয় দুঃখের দুঃখী

পৃথিবীতে কেউ কারো নয়

কিছুটা স্বার্থে, কিছুটা অভিনয়

বাকি সবই মিথ্যে।

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়

আপন আপন করছি যাদের

সত্যি কি তাঁরা আপন

খারাপ সময় আসলে পরে

বুঝবেন পৃথিবীতে কেউ

কারো নয়।

আরও পড়ুন...