ভালোবাসা কষ্টের ছন্দ
ভালোবাসার মানুষ, যাকে পাওয়ার জন্য কত'না রাত জেগে স্বপ্ন দেখেছি। সেই মানুষটি আমার হয়নি, হয়েছে অন্যের
ভালোবাসা কষ্ট পিক
সব ভালােবাসা।
পূর্ণতা পায় না, কিছু কিছু -
হারিয়ে যায় অবহেলার শহরে..
ভালোবাসা কষ্টের পিক
জীবন্ত লাশগুলো দেহ পঁচে না।
পঁচে যায় দেহের ভেতরের ছোট স্বপ্নগুলো। 🥲🥲
ভালোবাসা কষ্ট কথা
শুনেছি ভালোবাসার মানুষ'কে পেতে মানুষ সব করতে পারে, প্রথম বিশ্বাস হয়নি? এখন ভালোবেসে বিশ্বাস হয়েছে।
ভালোবাসা কষ্টের কথা
কাউকে ভালোবাসালে সারা জীবন এর জন্য বাসুন, কিছু দিন রং তামাশা করার জন্য না। কারণ সবাই রং তামাশা করার জন্য ভালোবাসে না, কেউ কেউ সারাজীবন পাশে থাকার আশায় থাকে।
ভালোবাসা কষ্ট ছন্দ
জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না। দরকার হয় শুধু একজন মনের মতো মানুষ। হোক সে ভালবাসার মানুষ অথবা একজন ভালো বন্ধু।
ভালোবাসা কষ্টের পিক ছেলে
ভালোবাসা সুখ দিয়েছে ঠিকিই কিন্তু বেশি দিনের নয়।
ভালোবাসার সুখ পৃথিবীর সবচেয়ে বড় সুখ।
যা আমি ভালোবেসে বুঝেছিলাম।
ভালোবাসা কষ্টের
ভালোবাসা তার জন্য প্রথম যখন এসেছে, পৃথিবীতে তখন আমি সুখের ছিলায়। এখন তাকে হারিয়ে আমি দুঃখকে আসি বাকি জীবন।
ভালোবাসা কষ্টের গল্প
-সত্যি বলতে কারো প্রতি একবার❤
-মন থেকে আসক্ত হয়ে যান
-তাহলে দেখবেন তাকে ছাড়া দুনিয়াতে
-যত সুন্দর মানুষে আপনার সামনে থাকুক না কেন
-আপনার অন্য কাউকে ভালোই লাগবে না 🥰❤️❤️.....................❤️